ভারতে পাচারের সময় ১২ নারী-পুরুষ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৫:৩৬

ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১২ নারী, শিশু ও পুরুষকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় তাদেরকে উদ্ধার করা হয়। এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব ঢাকাটাইমসকে জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বেশ কিছু নারী শিশু দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছে- সংবাদ পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় সাত জন নারী, চার জন পুরুষ ও একজন শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়াদের মধ্যে রহিমা বেগম নামের একজন জানান, ভালো চাকরি দেয়ার কথা বলে দালালরা মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ভারতে পাচার করছিল।

উদ্ধার হওয়াদের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :