কিশোরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৫:০৯

কিশোরগঞ্জে ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম ২০১৭ বাস্তবায়নের লক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অডিটরিয়াম ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. আবুল বাশার মো. সফিউল্লাহ, জেলা নির্বাচন অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ, মো. আশরাফুল আলম প্রমুখ।

সদর উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।

প্রশিক্ষণে জানানো হয় আগামী ২৫ জুলাই থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ৯ আগস্ট।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :