সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৮:১৫ | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৭, ১৮:০৫

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে সেপটিক ট্যাংক থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষক (৬৮) ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শিক্ষক অনিল কুমার দাস (৬৮) ও তার স্ত্রী কল্পনা রানি দাস।

বৃহস্পতিবার দুপুরে রসুলপুর গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

অনিল কুমার দাস ছিলেন স্থানীয় বাছিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তার স্ত্রীর কল্পনা রানি দাস ছিলেন গৃহিনী।

প্রতিবেশী ও স্বজনরা জানান, ওই বাড়িতে শুধু স্বামী-স্ত্রীই থাকতেন। অনিল-কল্পনা দম্পতির একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী। একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বুধবার রাত নয়টার দিকেও প্রতিবেশীরা আনিল ও কল্পনার কথাবার্তা শুনেছেন বলে জানান। কিন্তু বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে দুধ বিক্রি করতে গিয়ে দুধ বিক্রেতা দেখেন, দরজা-জানালা খোলা কিন্তু কারও সাড়া শব্দ নেই। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। পরে ২ নং গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজকুমার সরকার বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।

এ প্রসঙ্গে অনিল কুমারের ভাই স্বপন সৌমিত্র বলেন, তার ভাইয়ের কোনো শত্রু ছিল না। কীভাবে কী ঘটে গেল বুঝতে পারছি না।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দুজনের খোঁজে তল্লাশি চালায়। একপর্যায়ে সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর মরদেহ পাওয়া যায়। মরদেহের গলায় রশি দিয়ে ইট বাঁধা ছিল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/আরকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :