শেষ মুহূর্তে সিপিএলে তিন পাকিস্তানি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১২:৪৮ | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ১২:৪৪

সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এই চ্যাম্পিয়ন দলের তিন খেলোয়াড় ডাক পেয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। তারা হলেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও হাসান আলী।

এই আসরের জন্য অজি ক্রিকেটার ক্রিস লিনকে দলে নিয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। কিন্তু তিনি ইনজুরিতে থাকায় এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তাই পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে দলে নিয়েছে গায়ানা।

অন্যদিকে, বেন কাটিং ও কাইরান পাওয়েলের পরিবর্তিত হিসেবে মোহাম্মদ হাফিজ ও হাসান আলীকে দলে নিয়েছে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে সিপিএলের এবারের আসর।

সিপিএলে বাংলাদেশ থেকে অংশ নিবেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান খেলবেন জ্যামাইকা তালাওয়াশের হয়ে। আর মেহেদী হাসান মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :