বরিশালে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ১৯:১৮

বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

বুধবার দুপুরে নগরীর পুলিশ লাইনসের ইন সার্ভিস সেন্টারে এ মতবিনিময় সভা হয়।

সভায় নবনিযুক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বরিশালে আমার প্রধান লক্ষ্য মাদক এবং ইভটিজিং প্রতিরোধে কাজ করা। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি এ জেলায় এ দুটি অপরাধের মাত্রা বেশি।

তিনি বলেন, জেলার কোনো পুলিশ কর্মকর্তা যদি অপরাধের সঙ্গে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এতে আমি সাংবাদিকদের সহায়তা চাই। সাংবাদিকদের সঙ্গে নিয়েই অপরাধ দমন করতে চাই বরিশালে।

মতবিনিময় সভায় সাংবাদিকরাও বিভিন্ন মতামত তুলে ধরেন পুলিশ সুপারের কাছে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান, সাংবাদিক এসএম ইকবাল, মুরাদ আহম্মেদ, বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :