হবিগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৭, ১৯:৫৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় যুবদল নেতা আরব আলীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫৭ ধারায় মামলা করেছেন সদর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জামাল আহমেদ।

মামলায় বাদী অভিযোগ করেন, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে এবং তার রাষ্ট্র ও আওয়ামী লীগের সমর্থকদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে।

দুপুরে শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান অভিযোগটি আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানাকে এফআইআআরভুক্ত করার নির্দেশ দেন।

মামলার আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেন, থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের অনুমোদনের বাধ্যবাধকতা থাকায় তারা আদালতে মামলা করেছেন।

(ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :