নেশাখোর বাছতে ছাত্রদলের পদ প্রত্যাশীদের মূত্র পরীক্ষা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৭, ২০:১০
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রদলের কমিটির গঠনের জন্য পদ প্রত্যাশীদের মূত্র পরীক্ষা করতে দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ছাত্রনেতারা সবাই মাদকমুক্ত, এটা নিশ্চিত হতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বোয়ালমারী বিএনপি র সভাপতি বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ ছাত্রনেতার বিরুদ্ধে মাদকের নেশায় আসক্তের অভিযোগ রয়েছে। তবে আমরা বোয়ালমারী ছাত্রদলকে মাদকমুক্ত হিসাবে গড়ে তুলতে চাই।’

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা শাহ মো. আবু জাফরের দিক নির্দেশানায় এমনটি করা হয়েছে বলে জানান সিদ্দিকুর রহমান।

এ বিষয়ে শাহ মো. আবু জাফর ঢাকাটাইমসকে জানান, ‘ছাত্রদলের কমিটিতে আসতে ইচ্ছুক যারা এবং যে সকল নেতা আবেদন করেছেন, তাদের মধ্য থেকে আটজনের মূত্র পরীক্ষা বা ইউরিন টেস্ট করতে দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকার একটি ক্লিনিকে এই পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।’

আবু জাফর বলেন, ‘যাদের মূত্র পরীক্ষা করতে দেওয়া হয়েছে তারা উপজেলা ছাত্রদলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী। এদের বেশির ভাগই বোয়ালমারীর বিভিন্ন কলেজে শিক্ষার্থী।’

বোয়ালমারী উপজেলা ছাত্রদলের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ওয়ালিদীন মুরছালীন বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। সে সংগঠনে কোনো মাদকাসক্তের স্থান হতে পারে না। কারণ সে ব্যক্তি একটি আদশের প্রতিনিধিত্ব করবেন। সে জন্য তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। কোনো মাদকাসক্তকে কেউ বিশ্বাস করে না।’

মুরছালীন বলেন, ‘আমাদের অভিভাবকরা যে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছি। ’ এ বিষয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, ‘আমার যারা রাজনীতি করি আমরা চাই সকল দলের ছাত্র সংগঠনের নেতারা মাদক মুক্ত হোক। তিনি বলেন, দেশের ছাত্র সংগঠনের নেতারা মাদক মুক্ত হলে দেশ আগামী দিনের সুষ্ঠ এবং মেধাবী রাজনীতিক পাবে।’

ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘এর মধ্যদিয়ে অন্য সংগঠনের ছাত্রনেতরাও সর্তক হবেন।’

ঢাকাটাইমস/০৬আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :