নৌকাডুবি: অবশেষে নিখোঁজ চারজনই উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২০:০১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দাওয়া বিলে গত বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজন নিখোঁজের মধ্যে সর্বশেষ জুমা বেগমের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

রবিবার সকালে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত জুমা বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে।

এ নিয়ে নৌ দুঘটনায় নিখোঁজ চারজনের লাশ পৃথক পৃথক স্থান থেকে চার দিনের ব্যবধানে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অন্যান্য লাশগুলো হলো- ফতেহপুর ইউনিয়নের পাচঁগাও গ্রামের নেহের জামালের মেয়ে তানহা বেগম (১২), একেই গ্রামের সাজনা বেগম (৫), তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা হারুন রশিদ (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলার ফহেতপুর ইউনিয়নের শান্তিপুর থেকে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ধাওয়া বিলে দমকা হাওয়ার সাথে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে প্রায় ৪০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও চার জন যাত্রী নিখোঁজ ছিল।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :