নন্দীগ্রামে শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৬:৩৪

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জুঁই খাতুন নামে পাঁচ বছরের এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। নিহত জুঁই খাতুন উপজেলার গুলিয়াকৃষ্ণপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। শুক্রবার রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়াকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, শুক্রবার রাতে গুলিয়াকৃষ্ণপুর গ্রামের শামীম প্রামাণিকের মেয়ে নুরানী খাতুন (২০) একই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জুঁই খাতুন (৫) ও ইজারুল ইসলামের মেয়ে কুলসুম খাতুনকে (৫) নাগর নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে জুঁই খাতুন নিহত হয়। স্থানীয়রা টেরে পেয়ে নদী থেকে কুলসুমকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও জুঁইকে বাঁচাতে পারেনি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের চাচা জাহাঙ্গির আলম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :