পাবনায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৪:৪৬ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ১১:০৫
ফাইল ছবি

পাবনার সুজানগর উপজেলার চর চিনাখড়া নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল দশটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন-শ্যামলী বাসের হেলপার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মিন্টু হোসেন, রাজশাহীর বাঘা উপজেলার নৃপেন্দ্রনাথ সরকার এবং পাবনার সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রামের আয়েন উদ্দিন।

পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা জানান, সকালে পাবনা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। সুজানগর উপজেলার চর চিনাখড়া স্থানে পৌঁছার পর সিরাজগঞ্জ থেকে পাবনার দিকে আসা সাদ্দাম পরিবহনের একটি বাসের সঙ্গে শ্যামলী পরবিহনের বাসটির সংঘর্ষ হয়। এতে বাস দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ঢাকাটাইমস/২২আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :