‘মাদক-চোরাচালানে রাঘব বোয়ালদেরও ছাড় নয়’

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ২১:০১

বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম বলেছেন, মাদক ও চোরাচালানের সাথে স্থানীয় যেসব রাঘববোয়ালরা জড়িত- তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার বিকালে বেনাপোলের পুটখালি সীমান্তের পাইমারি স্কুল মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হঁশিয়ারি দেন।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বলেন, যদি কোন নীরিহ মানুষকে বিজিবি অহেতুক হয়রানি করে এবং তার প্রমাণ পাওয়া যায়- সেসব সদস্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হোসাইন শওকত, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল করিম, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক বকুল মাহবুব প্রমুখ।

(ঢাকাটাইমস/২২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :