আ.লীগের দুই পক্ষের গোলাগুলি, আহত ১৭

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০

অভ্যান্তরীন কোন্দল, আধিপত্য বিস্তার ও যুবলীগ কর্মী রিয়াজ উদ্দিন হত্যার জের ধরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছে। এসময় শেখ রাসেল স্মৃতি সংসদের আসবাপত্র ভাঙচুর করা হয়।

বুধবার দুপুর ২টায় ওছখালি বাজারের প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ গেইট এলাকায় এবং মঙ্গলবার রাত ৯টার দিকে খবির মিয়ার বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- আবুল হাসেম ও শাহাদাত হোসেনসহ ১৭ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, গত ৩০ মে উপজেলার সোনাদিয়া ইউনিয়নে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় রিয়াজ উদ্দিন নামে এক যুবলীগ কর্মী নিহত হন। ঘটনায় নিহত রিয়াজ উদ্দিনের বাবা কোরবান আলী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এ ঘটনার জের ধরে গত কয়েকদিন মোহাম্মদ আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওলি উল্যার অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এরই সূত্র ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে হাতিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের খবির মিয়ার বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এসময় তারা আওয়ামী লীগ কর্মী আবুল হাসেম ও শাহাদাতকে পিটিয়ে জখম করে।

শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ইমামুল হোসেন এনাম অভিযোগ করেন, মোহাম্মদ আলীর কয়েকজন অনুসারী বাজারে এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে ও পরে শেখ রাসেল স্মৃতি সংসদের আসবাবপত্র ভাঙচুর করে।

তবে এ ব্যাপারে সাবেক মোহাম্মদ আলী জানান, খবির মিয়ার বাজারে তার কোন অনুসারী হামলা চালায়নি। আর তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

এদিকে বুধবার দুপুর ২টার দিকে পৌর শহর ওছখালি বাজারে অবস্থিত প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ গেইট এলাকায় ওলি উল্যাহ ও মোহম্মদ আলীর অনুসারীরা একত্রিত হলে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

পরে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :