সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৩

মাদারীপুর সদর উপজেলার কুমাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী নুরুন্নাহার (৬) সড়ক দুর্ঘটনায় মারা যাবার ঘটনায় সোমবার বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন নাগরিকসহ স্থানীয়রা।

বেপরোয়াভাবে গাড়ি (ইজিবাইক) চালানো ও রাস্তার পাশে অবৈধ দোকান থাকার কারণে ওই ছাত্রীর অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় মারা যাবার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের আঞ্চলিক সড়কের সামনে স্পিডব্রেকার দেয়া ও অবৈধ দোকান তুলে নেয়ার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন রশিদ চৌকিদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা মলিসহ অন্যরা।

গত বৃহস্পতিবার দুপুরে কুমড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকান থেকে খাবার কিনে আঞ্চলিক সড়কটি পার হবার সময় নুরুন্নাহারকে দ্রুতগামী বেপরোয়া ব্যাটারিচালিত অটোবাইক ধাক্কার দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :