মা-ছেলেকে ফেরত দিলো বিএসএফ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪১

লালমনিরহাট সীমান্তের ওপারে আটক হামিদা বেগম ও তার শিশু পুত্র সেলিম হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের মোগলহাট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

হামিদা বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভদের বাজার এলাকার সাইফুর রহমান শেখের মেয়ে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয় দালালদের মাধ্যমে কাজের সন্ধানে ছেলেসহ ভারতে অনুপ্রবেশ করেন হামিদা বেগম। পরে কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করেন। এ সময় দালালরা পালিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঢাকাটাইমসকে বলেন, ‘বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে হামিদা বেগম ও তার ছেলে সেলিম হোসেনকে ফেরত দিয়েছে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ও মেয়ের চাচা মুছা মিয়ার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :