যশোরে উদ্ধার নয় রোহিঙ্গাকে ক্যাম্পে প্রেরণ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬

যশোরে উদ্ধার হওয়া নয় রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানার পুলিশের একটি টিম রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়।

বুধবার বিকেলে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানায় তাদের সোপর্দ করা হয়।

উদ্ধারকৃতরা হলো- মিয়ানমারের বাসিন্দা তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবয় তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯মাস)।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা জানান, উদ্ধার হওয়া নারী শিশুসহ নয় রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানার পুলিশ গাড়িতে করে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়। তাদের সেখানে রেখে আসা হবে।

একেএম আজমল হুদা আরও জানান, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :