আনসার সদস্যকে পদ্মায় ধাক্কা দিয়ে পালাল পাঁচ জেলে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৬:২০ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৭, ১৬:১৯

ফরিদপুরে এক আনসার সদস্যকে ধাক্কা দিয়ে ট্রলার থেকে পদ্মা নদীতে ফেলে দিয়ে পালিয়ে গেল পাঁচ ইলিশ শিকারি জেলে। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় ওই জেলেদের আটক করেছিল ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পরে নদী থেকে প্রায় অচৈতন্য অবস্থায় আনসার সদস্য উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।

জানা যায়, এ অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন নির্বাহী হাকিম ইসরাত জাহান ও নুসরাত জাহান নেতৃত্ব দেন।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি স্প্রিডবোট, একটি ছোট ট্রলার ও একটি বড় ট্রলার নিয়ে নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি কলাবাগান এলাকায় ভ্রামাম্যাণ আদালতের এ অভিযান শুরু হয়। স্প্রিডবোট নিয়ে আদালতের একটি দল অভিযান চালিয়ে এক জেলেকে আটক করে ছোট ট্রলারে করে তাকে পাঠানো হয় বড় ট্রলারে পৌঁছে দিতে। ওই ছোট ট্রলারে ওই আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন।

ছোট ট্রলারে করে বড় ট্রলারে আসার সময় পথে আরও চার জেলেকে পেয়ে তাদেরও ট্রলারে তুলে নেয়া হয় এবং পাঁচ জেলেকেই দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ট্রলারে। এক পর্যায়ে ওই জেলেরা কৌশলে দড়ি খুলে আনসার সদস্যকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা আনসার কমান্ডার এনামুল খান বলেন, আনসার সদস্য রাজিবুলকে আঘাত করে অপরাধীরা পালিয়ে যায়। অনেক সময় নদীতে পড়ে ছিল সে (রাজিবুল) এজন্য সে অসুস্থ হয়ে পড়ে। তবে বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :