রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:২৭

রোহিঙ্গাদের ওপর সকল নির্যাতন বন্ধ করে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে নাটোরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানববন্ধন ও সভা করেছে। শুক্রবার শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর শাখার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেন।

এর আগে এ উপলক্ষে স্থানীয় একটি রেস্তোরাঁয় এক আলোচনা সভা হয়।

নাটোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ এই সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. মাহফুজ আলম মুনী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শাখার নির্বাহী সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুক্তার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মো. আসফাকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, নাটোর পৌর শাখার সভাপতি মীর আমীরুল ইসলাম জাহান ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জেমস, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় রোঙ্গিদের জন্য নাটোর থেকে দ্রুত ত্রাণ সংগ্রহ করে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :