পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচলও বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১১:৪১ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ০৯:১৬

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটের দুইপাড়ে পারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাকসহ প্রায় চার শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে আটকে পড়া পরিবহনের যাত্রী ও শ্রমিকরা।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, বৈরি আবহাওয়ার কারণে গতকাল রাত দেড়টা থেকে এই নৌ-রুটের ফিরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এ নৌ-রুটের সব ফেরিই ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে। আবহাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে। ঘাটের পাটুরিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকসহ সাড়ে চার শতাধিক যানবাহন আটকে আছে।

পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে মোট ১৬টি ফেরি চলাচল করে। এর মেধ্যে রোরো সাতটি কেটাইপ তিনটি ও ইউটিলিটি ছয়টি ফেরি রয়েছে।

অপরদিকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ওই দুটি নৌরুটে মোট ৩২টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এমআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :