সাকিবের টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২১:৫০ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ২১:৪৪

রবিবার শেষ হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।যার প্রথমটি ২৬ অক্টোবর এবং শেষ ম্যাচ ২৯ তারিখ। দুই ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হলো ১৪ সদস্যের বাংলাদেশ দল। যেখানে অনেক পরিবর্তন।

সাকিবকে আগেই অধিনায়ক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তার অধিনায়কত্বের আরেক অধ্যায় শুরু হবে। সাকিবের এ টি-টোয়েন্টি দলে অনেক দিন পর ফিরেছেন মুমিনুল হক, নাসির হোসেন, লিটন দাস, রুবেল হোসেন ও শফিউল। নতুন মুখ অলরাউন্ডার সাইফউদ্দিন। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।

গত বছর রাজশাহীর হয়ে বিপিএল-এ ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন মুমিনুল। এ কারণেই তাকে হয়তো দলে রাখা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো দেশের হয়ে এ ফরম্যাটে খেলেছিলেন মুমিনুল। অন্যদিকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেলেন অলরাউন্ডার নাসির হোসেন।

গত বিপিএলে পুরোপুরি ব্যর্থ ছিলেন লিটন কুমার দাস। তারপরেও ডাক পেয়েছেন এ উইকেট কিপার ব্যাটসম্যান। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার পরও শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়েছিলেন রুবেল হোসেন। মাশরাফির স্থানে এবার রুবেলকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। ওদিকে মুস্তাফিজের ইনজুরির কারণে ২০১৩ সালের পর দলে ফিরেছেন পেসার শফিউল। গত বিপিএল-এ বল হাতে বেশ আলো ছড়িয়েছিলেন তিনি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল হোসেন, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :