উন্নয়নের ক্ষেত্রে বিভাজন নয়: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৮:১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘জনগণের উন্নয়ন কাজ করার জন্যই জনগণ ভোট দিয়ে আমাকে মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর নির্বাচিত করেছেন। তাই আমরা কাজ করে যাচ্ছি। কাউন্সিলর হিসেবে যিনিই নির্বাচিত হোক না কেন উন্নয়নের ক্ষেত্রে তা বাধাগ্রস্ত হবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন নয়। অতীতে যেভাবে উন্নয়ন হয়েছে ভবিষ্যতেও সেভাবে উন্নয়ন হবে।’

রবিবার সিদ্ধিরগঞ্জে আট কোটি ১০ লাখ টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় আইভী এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডে চারটি এবং ৭নং ওয়ার্ডে একটি ড্রেনসহ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র আইভী।

এসময় উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাবু কালিপদ মল্লিক ও আব্দুল্লাহ আল যোবায়েদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :