ফরিদপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মশালা

বিশেষ (এই সময়) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ২২:৪০

ফরিদপুরের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মশালায় ভিজিডি কর্মসূচি ২০১৭-২০১৮ চক্রের কর্মরত এনজিও সমূহের কার্যক্রম সম্পৃক্ত ইনসেপসন ও অগ্রগতি বিষয়ক আলোচনা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রায়ানা আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাসেম, ফরিদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশুদা হোসেন, ওয়ান্ড ফুড প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মাহবুবুর রহমান।

এছাড়া বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তাবৃন্দ ও সংশিলষ্ট এনজিও সমূহের নির্বাহী কর্মকর্তাগন দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :