গাজীপুরে বাসচাপায় নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৭, ১৮:২৮

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বাসচাপায় জরিনা বেগম নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জরিনা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী এবং তিনি পরিবার নিয়ে টঙ্গী বাদাম এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে সালনা হাইওয়ে থানার থারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন সরকার জানান, জরিনা বেগম তার ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে কালিয়াকৈরের হরিণহাটি এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। টঙ্গী থেকে তারা চন্দ্রা পর্যন্ত বাসে আসেন। পরে বিকশা করে হরিণহাটি যাচ্ছিলেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন টেক্সটাইল কারখানার সামনে পৌঁছলে তাদের বহনকারী রিকশাটি অপর একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। ফলে জরিনা বেগম রিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এসময় গাজীপুরগামী দ্রুতগামী একটি বাস চাপা তাকে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :