বিদ্যুতের তারে জড়িয়ে বাবা-ছেলের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২১:১০ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:১৯

মাগুরার শালিখা উপজেলার শতখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ রবিবার দুপুরে শতখালীতে অবস্থিত তানিয়া ব্রিকসের ভেতর এ দুর্ঘটনা ঘটে। দুজনেই এই ব্রিকসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতরা হলেন, রশিদ মিয়া ও তার ছেলে হাসান। মৃত রশিদের বাড়ি সাতক্ষিরা জেলার আশাশুনি থানার রামনগর গ্রামে।

সদর থানার উপপরিদর্শক আনিছুর রহমান ও নিহতদের স্বজনরা জানান, শতখালী তানিয়া ব্রিকসের শ্রমিক হাসান কর্মরত অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে একই ভাটার শ্রমিক পিতা রশিদ মিয়া ছেলে হাসানকে বাঁচাতে এগিয়ে আসেন। পরে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় ভাটার অন্যান্য শ্রমিকরা তাদেরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসান এবং পিতা রশিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

বাবা-ছেলেকে উদ্ধার করতে গিয়ে পিন্টু কাজী নামে এক শ্রমিক আহত হন। আহত পিন্টুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পিন্টু কাজীর বাড়ি খুলনা পাইকগাছার ফুলতলা এলাকায়।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :