চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ২১:২১

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সৌম্যজিতা শ্রুতির পরিচালনায় ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘ঝড়’ নাটক মঞ্চস্থের মধ্যদিয়ে এ নাট্যোৎসবের ইতি টানা হয়।

রবিবার নাটক শুরুর আগে মঞ্চে একটি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অরিন্দমের সহ-সভাপতি আব্দুস সালাম সৈকতের সভাপতিত্বে প্রধান অথিথি ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ ও বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান।

রাষ্ট্র-ধর্ম-জাতিকথা, উর্ধ্বে থাকুক মানবতা প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় অরিন্দমের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

আয়োজনের প্রথম দিনে অরিন্দম সদস্যদের পরিবেশেনায় নাটক ‘ক্ষুদিরাম কথা’ মঞ্চস্থ হয়।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :