স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৭, ১৭:৪৬

রাজশাহীর তানোরে স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে ম্যায়তি হেমব্রম (৬) নামে এক আদিবাসী শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার বনগাঁ চকরহমত উচ্চবিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ম্যায়তি হেমরম উপজেলার শালবাড়ী সল্লাপাড়ার বদুরাই হেমব্রমের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছে একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)।

প্রতিবেশী ওই দুই শিশু ম্যায়তিকে উদ্ধারে গিয়ে ট্যাংকিতে পড়ে যায়। পরে টের পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয়রা। তার আগেই মৃত্যু হয় ম্যায়তির। হতাহতরা বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, চকরহমত উচ্চবিদ্যালয় হতে চোরখৈর পর্যন্ত পাঁকা রাস্তা তৈরির কাজ চলছে। এ কাজে ব্যবহারের জন্য এক ট্রাক বালু বিদ্যালয়ের শৌচাগারের দুর্বল সেপটিক ট্যাংকের উপরে রেখেছিলেন ঠিকাদার।

বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ওই তিন আদিবাসী শিশু ওই বালির উপর খেলছিল। এসময় ঢাকনা ভেঙে ট্যাংকের ভেতরে পড়ে যায় ম্যায়তি। তাকে উদ্ধার করতে গিয়ে ওই দুই শিশুও পড়ে যায় সেখানে। টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ম্যায়তি ঘটনাস্থলেই মারা যায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় কারো অবহেলার প্রমাণ পেলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :