ঘুমের ব্যাঘাত ঘটানোয় বাবা খুন!

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৭, ১১:৪৬

ঘুমের ব্যাঘাত ঘটানোয় ফরিদপুরের সালথা উপজেলায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এই ঘটনা ঘটে। হত্যায় অভিযুক্ত ছেলে কালু মোল্লাকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম ওয়াহেদ মোল্লা (৭৫)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে বৃদ্ধ ওয়াহেদ কয়েকবার শৌচাগারে যান। এতে কালুর ঘুমের ব্যাঘাত ঘটে। একপর্যায়ে কালু ক্ষুব্ধ হয়ে তার বাবার গলাটিপে ধরে। পরে বাবার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ওয়াহেদের মৃত্যু হয়।

এই ঘটনায় ছেলে কালুকে মোল্লাকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সালথার ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ জানান, নিহত ওয়াহেদ ভিক্ষা করতেন। তার ছেলে কালু মাদকাসক্ত ছিল। গতকাল রাতে বাবা-ছেলে এক ঘরে ছিলেন। গভীর রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ওয়াহেদের ঘরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :