এক চার্জে এক মাস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১১:৩১

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওক্স নতুন একটি ফিচার ফোন বাজারে ছাড়লো। মডেল স্টারজ ভাইভ। ভারতের বাজারে এটি ৯২৫ রুপিতে বিক্রি হচ্ছে। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে বাংলাসহ আরও ২০ টি ভাষা রয়েছে। এছাড়াও ফোনটিতে শক্তিশালী ব্যাটার ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের এই ফোন এক চার্জে এক মাস পার করে দেবে।

নতুন এই ফিচার ফোনটিতে আছে ১.৮ ইঞ্চির ডিসপ্লে। এতে ৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

ফিচার ফোন হলেও এর রিয়ারে ক্যামেরা রয়েছে। আরও আছে এফ এম রেডিও, স্পিড ডায়ার, মোবাইল ট্রেকার এবং অটো কল রেকডিং ফিচার।

ডুয়েল সিমের এই ফোনটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ আছে। এছাড়াও এতে এসওএস ফিচার রয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা