বাংলা গানে কণ্ঠ দিচ্ছেন ব্রাভো

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৪:৪৭ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৪:৪২

ক্রিকেট মাঠের পাশাপাশি বিনোদন দুনিয়ায়ও ইতিমধ্যে নিজের জাত চিনিয়েছেন ক্যারিবীয় দলের তারকা খেলোয়াড় ডোয়াইন ব্র্যাভো। তার গাওয়া ‘চ্যাম্পিয়ন’গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ক্রিকেটার ব্র্যাভোর চেয়ে সংগীতশিল্পী পরিচয়টাই তার বড় হয়ে উঠেছে। হিন্দী গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

নতুন খবর হলো, এই ব্রাভোই এবার কণ্ঠ দিতে যাচ্ছেন বাংলাদেশের গানে। তাপসের সুর ও সংগীতে এই গানের শিরোনাম ‘ভালোবাসি ভালোবাসি’। সম্প্রতি ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন ব্রাভো। সেখানে দেখা গেছে, তাপসের সঙ্গে গানটির কিছু অংশ গাইছেন ক্যারিবীয় এই তারকা ক্রিকেটার। ক্যাপশনে লিখেছেন, ‘তাপস ফিচারিং ডিজে ব্র্যাভো! কামিং সুন ‘ভালোবাসি ভালোবাসি।’

এ প্রসঙ্গে তাপস বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ানসের থিম সংয়ের মাধ্যমে আমার গান সম্পর্কে জানতে পারেন ব্র্যাভো। আমার আরো কিছু গান শুনেছেন তিনি। এরপর তাঁর জন্য নতুন একটি গান তৈরি করতে বলেন। গানটি নিয়ে আলোচনা করতে দলবল নিয়ে আমাদের স্টুডিওতে আসেন। আশা করি, শিগগিরই আমরা আন্তর্জাতিক মানের একটি গান উপহার দিতে পারব।’

জানা গেছে, ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়ের গাওয়া ‘ভালোবাসি ভালোবাসি’গানটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় তৈরি হচ্ছে। উল্লেখ্য, ‘চ্যাম্পিয়ন’ শিরোনামের গানটির মাধ্যমে সংগীত জগতে পার রাখেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

ঢাকাটাইমস/২৩নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :