লন্ডনে মেয়র আনিসুলের প্রথম জানাজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ২২:৫২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাজা লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন, পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, যুক্তরাজ্যে বসবাসরত মরহুমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের মরদেহ আজ (শুক্রবার) বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০০২ যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে। আগামীকাল শনিবার বেলা ১১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মেয়র আনিসুল হক দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গত বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত ১০টা ২৩ মিনিটে ইন্তেকাল করেন।

চলতি বছরের ২৯ জুলাই তিনি যুক্তরাজ্যে গমন করেন। অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি ও আইসিইউতে রাখা হয়। গত ১৩ আগস্ট চিকিৎসকরা তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন। পরে তাকে ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলেটেশন সেন্টারে স্থানান্তর করা হয়।

২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই এবং বিজিএমইএ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আনিসুল হক ১৯৫২ সালে ২৭ অক্টোবর নোয়াখালীর কবিরহাটে জন্মগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :