ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ২০:২৯
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্বধর্ম সমন্বয় মতবাদের প্রবর্তক মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলার কালীকচ্ছ দয়াময় আনন্দ স্বামীর আশ্রমের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক সংসদ সদস্য ও সর্বধর্ম ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব বর্মণের সঞ্চালনায় বক্তব্য দেন- আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহিনুর ইসলাম, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমদুল কামাল, অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাওছার, স্বরূপ রতন দত্ত, জগদীশ চন্দ্র সাহা, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির সহ প্রমুখ।

উল্লেখ্য, মহারাজ আনন্দ স্বামীর স্মরণে দেশে-বিদেশে আনন্দ আশ্রম পরিচালিত হয়ে আসছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়ার প্রয়াত সাধক মলয়া সংগীতের গীতিকার মনমোহন দত্ত মহারাজ আনন্দ স্বামীর অন্যতম শিষ্য ছিলেন। মহারাজ আনন্দ মানুষে মানুষে মিলন ঘটিয়ে মহা ঐক্যের সাধনা করে গেছেন। প্রয়াত এই সাধকের স্মৃতিধন্য আনন্দ আশ্রম ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছিল। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকেও ভক্তরা এসে যোগ দিয়েছেন সাধকের জন্মোৎসবে।

(ঢাকা টাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা