জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৪০| আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৪১
অ- অ+

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা।

এবারের আসরে রানার আপ হয়েছেন সীতাকুণ্ডের রাশেদ। গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার শাহজালাল বলি।

বিকালে দুই বলির চূড়ান্ত কুস্তি শুরু হয়। এরপর কুমিল্লার হোমনা এলাকার বাঘা শরীফ বলিকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রধান দুই বলি মোহাম্মদ রাশেদ এবং বাঘা শরীফ। দুজনের বাড়িই কুমিল্লা। তারা সেমিফাইনাল টপকে ফাইনালে কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে। দফায় দফায় ১১ মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানেন রাশেদ। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফকে।

বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার মহিপুর গ্রামে।

দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাশেদ। আর তৃতীয় অবস্থান খাগড়াছড়ির সৃজন চাকমার। সৃজন চাকমার (৩৭) বাড়ি খাগড়াছড়ি জেলার খবংপড়িয়া গ্রামে। গত তিনবার বলিখেলায় অংশ নিয়ে তিনবারই তৃতীয় হয়েছেন।

গত আসরের বিজয়ী শিষ্যদের সুযোগ দিতে এবার সরে এলেন কুমিল্লার শাহজালাল বলি নিজের দুই শিষ্যকে সুযোগ করে দিতে এবার খেলায় অংশ নেননি কুমিল্লার শাহজালাল বলি। সবার ধারণা ছিল চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলি এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবেন।

মো. রাসেল এবং বাঘা শরীফ। তাদের দুজনের গ্রামের বাড়ি কুমিল্লায়। দুজনই কুস্তির প্রশিক্ষণ নিয়েছেন চট্টগ্রামে বলিখেলার আসরের চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলির কাছ থেকে।

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বিকাল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। বলীখেলায় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বলীরা খেলায় অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে বলিখেলার ১১৫ তম আসর উদ্বোধন করেন অতিথিরা।

(ঢাকা টাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা