বাড়ছে আলো দূষণ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৭

এলইডি আলো ব্যবহার বিদ্যুৎ সাশ্রয়ী৷ তবে এ প্রযুক্তিতে নীল ও শীতল রং তুলনামূলকভাবে বেশি ব্যবহার করা হয় বলে আকাশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে৷ প্রযুক্তির ভাষায় এর মানে, বাড়ছে আলো-দূষণ৷

যেখানে মানুষ, সেখানেই কৃত্রিম আলো৷ বসতি থেকে দূরে কোথাও না গিয়ে এখন আর কৃত্রিম আলোমুক্ত স্বচ্ছ আকাশ দেখা সম্ভব নয়৷ মানুষ যত বেশি কৃত্রিম আলো ব্যবহার করছে, ততই অনু্জ্জ্বল হয়ে উঠছে তারার আলো, ধীরে ধীরে যা একসময় চলে যেতে পারে একেবারে দৃষ্টির আড়ালে৷

বেশি উজ্জ্বল, বেশি সস্তা এলইডি লাইট বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় সময়ের সাথে সাথে আরো বেশি মানুষ ব্যবহার করছে এলইডি লাইট৷ এ প্রযুক্তির শীতল নীল তরঙ্গ চারপাশের জ্বলজ্বলে আলো বেশি আকর্ষণ করে, যার ফলে বাড়ছে আলো-দূষণ৷

সংরক্ষিত এলাকায় বন্ধ থাকে আলো চিলির সংরক্ষিত এলাকা ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরিতে বাসার বাইরে কৃত্রিম আলো জ্বালানো নিষিদ্ধ৷ যদিও সংরক্ষিত এলাকা লোকালয় থেকে বেশ দূরে, তবুও আশেপাশের লোকালয়ে এ আলোর স্বল্পতার সাথে খাপ খাইয়ে নিতে এলইডির বদলে জ্বালানো হয় উষ্ণ হলুদ আলো৷

ক্রমবর্ধমান এলইডি ভিজিবল ইনফ্রারেড ইমেজিং রেডিওমিটার (ভিআইআইআরএস) যন্ত্রের মাধ্যমে দেখা যায়, ২০১২ সালের তুলনায় ২০১৬ সালে কৃত্রিম আলোর তীব্রতা বেড়েছে ২ দশমিক ২ শতাংশ৷

অর্থনীতির সাথে আলোর সম্পর্ক কোনো দেশের মোট দেশজ উৎপাদনের সাথে সেদেশের কৃত্রিম আলো বাড়ার যোগাযোগ রয়েছে৷ উৎপাদন ও কৃত্রিম আলো বৃদ্ধি উদীয়মান অর্থনীতির অন্যতম লক্ষণ৷

শরীর ঘড়ির রদবদল কৃত্রিম আলো বদলে দিয়েছে প্রাণীজগতের জীবনধারা৷ ঘুমানোর সময় থেকে শুরু করে অন্যান্য জৈবিক প্রক্রিয়া প্রভাবিত হয় কৃত্রিম আলোর কারণে৷ অনেক গাছের ক্ষেত্রে এর বৃদ্ধিও পরিবর্তিত হয় কৃত্রিম আলোর প্রভাবে৷

স্মার্ট আলো প্রশ্ন হলো, সারারাত রাস্তায় আলো জ্বালিয়ে রাখা কতটা যুক্তিসংগত? নড়াচড়া টের পেলেই আলো জ্বলবে, অন্য সময় আলোহীন বা কম আলো জ্বলে থাকবে, এমন প্রযুক্তির মাধ্যমে রাতভর উজ্জ্বল আলোর ব্যবহার বন্ধ করে স্মার্ট আলোর ব্যবস্থা করা সম্ভব৷

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :