ভারত ১, কোহলি ২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১০:০১ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ০৯:৪০

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে মোট ৬১০ রান করেছেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি। ঝুলিতে পুরেছেন সিরিজ সেরার পুরস্কারও।

সর্বশেষ প্রকাশিত আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৬ নম্বর থেকে ২ নম্বরে উঠে এলেন কোহলি। টপকালেন ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পুজারা, কেন উইলিয়ামসন ও জো রুটকে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ।

৯৩৮ পয়েন্ট নিয়ে একে আছেন স্মিথ। দুইয়ে থাকা কোহলির পয়েন্ট ৮৯৩। উন্নতি হয়েছে মুরলি বিজয়ের। তিন ধাপ এগোলেন তিনি। রয়েছেন ২৫ নম্বরে। রোহিত শর্মা ৬ ধাপ উঠে রয়েছেন ৪০ নম্বরে।

১ পয়েন্ট হারালেও টেস্টে সেরা দলের তালিকায় ভারত শীর্ষস্থানেই রয়েছে। ২ নম্বরে দক্ষিণ আফ্রিকা। সিরিজ হারলেও শ্রীলঙ্কা ৬ নম্বরেই আছে। বাংলাদেশ যথারীতি নয়ে আছে।

ব্যাটসম্যানদের তালিকায় ১৯ এবং ২০ নম্বরে আছেন বাংলাদেশের যথাক্রমে তামিম ইকবাল, সাকিব আল হাসান। বোলিংয়ে সাকিবের অবস্থান ১৭ নম্বরে।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :