ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে ভোট চলছে

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১১:৫৮

আনন্দঘন পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে এ ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও গ্রিণ ফোরামের পক্ষ থেকে সভাপতি পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, সাধারণ সম্পাদক পদে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপর দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের পক্ষ থেকে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আর.কে.এম সালেহ, সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ বছর নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৫৩ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানা গেছে।

এছাড়াও উভয় প্যানেলের সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ১৫টি পদ নিয়ে প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন লোক-প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফর রহমান এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইবি শিক্ষক সমিতির ভোট শুরু হয়েছে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :