শ্রীপুরে পুলিশি হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:১৯

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে স্থানীয় ওয়ার্ড সদস্যের সহায়তায় এ বাল্যবিয়ে পণ্ড হয়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান জানান, কিশোরীটি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার পরিবার কিশোরীকে বাল্যবিয়ে দিতে সকাল থেকে বাড়িতে বিয়ের আয়োজন চালাচ্ছিল। এ সময় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে প্রথমে কিশোরীর বাড়িতে গিয়ে তার পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়। এতে তারা বাল্যবিয়ে বন্ধে অপরাগতা প্রকাশ করলে শ্রীপুর থানায় সংবাদ দেয়া হয়। পরে পুলিশ উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক জামিল রাশেদ জানান, স্থানীয় এক কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে কিশোরীর পরিবার বাল্যবিয়ের আয়োজন করছিল। পরে ঝাচাই করে দেখা গেছে- প্রকৃতপক্ষে কিশোরীর বিয়ের বয়স হয়নি। এ সময় তার পরিবারের সদস্যদের বাল্যবিয়ের কূফল সম্পর্কে অবগত করলে তারা ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধ করেন। পরে কিশোরীর বিয়ের বয়স হওয়ার আগে বিয়ে দেবে না বলে মোচলেকা প্রদান করেন।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :