বঙ্গবন্ধু কৃষি পদক পাওয়ায় কৃষক মেহেদীকে সংবর্ধনা

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ১৬:২৮

কৃষিতে উল্লেখ্যযোগ্য অবদান রাখায় ঠাকুরগাঁওয়ের কৃষক মেহেদী হাসান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (রাষ্ট্রীয় পদক) পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে তাকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

শনিবার রাতে পদক নিয়ে তিনি নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসেন। তাকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষক লীগের পক্ষে সরকার আলাউদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান সীমান্তু কুমার বর্মন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভির হাসান তানু প্রমুখ।

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চামেশ্বরী গ্রামের কৃষক নিরাপদ সবজি চাষ ও বৈদেশিক মুদ্রা অর্জনসহ কয়েকটি বিষয়ে অবদান রাখার কারণে ১ মার্চ ঢাকাস্থ ওসমানী মিলনাতায়নে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেদীকে কৃষি পদক ও নগদ অর্থ প্রদান করেন।

(ঢাকাটাইমস/৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :