মাদক উদ্ধারের তথ্য গোপন করায় ৬ পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৮, ১২:২১

মাদকদ্রব্য উদ্ধারের তথ্য গোপন করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের উপপরিদর্শকসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের বরখাস্ত করা হয়। তবে পুলিশ বলছে তাদের প্রশাসনিক কারণে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ছয় পুলিশ সদস্য হলেন, কসবা থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার ও মনির হোসেন, অতিরিক্ত পুলিশ পরিদর্শক (এএসআই) ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে মাদকসহ দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এতে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল। মাদক চালান উদ্ধার হওয়ার পর ওই ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে। পরে সরকারি দায়িত্বে অবহেলাসহ প্রশাসনিক কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/প্রতিনিধি/ওআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :