জাপানে ১১ মার্চের সুনামি বিনম্র শ্রদ্ধায় স্মরণ

জাপান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ১৮:০০

জাপানে বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা এবং আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় স্মরণ করা হয়েছে হারানো স্বজনদের।

এক মিনিটের জন্য থমকে গিয়েছিল পুরো জাপান।

২০১১ সালের ১১ মার্চ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামির আঘাতে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ এবং নিহতদের এভাবেই স্মরণ করেছে জাপান।

এই দিনে ভয়াবহ ভুমিকম্পের পর প্রশান্ত মহাসাগরে আঘাত হানা প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভূমিকম্পের প্রভাবে সৃষ্টি হয় সুনামির। প্রলয়ংকরী সুনামির তোড়ে ভেসে যায় বহু প্রাণ, ঘরবাড়ি, স্থাপনা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ১৫,৮৯৫ জন হাজার মানুষ নিহত এবং ২,৫৩৯ জন নিখোঁজ হন এদিনে।

এ বছর ১১ মার্চ রবিবার হওয়ায় নীরবে প্রার্থনা জানাতে পেরেছেন অনেকেই। স্বজনদের স্মরণে কেউ সমুদ্রপাড়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। কর্মক্ষেত্রেও এক মিনিটের জন্য কাজ বন্ধ রেখে নিহত এবং নিখোঁজদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বেলা ২টা ৪৬ মিনিটে গণপরিবহন থামিয়ে পূর্ব জাপান ভয়াভহ ভূমিকম্প-এর ফলে সুনামি এবং পরবর্তী বিপর্যয়ে নিহত, নিখোঁজ এবং ক্ষতিগ্রস্তদের সম্মান ও সমবেদনা জানানো হয়।

ভূমিকম্প এবং সুনামিতে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে নিহত, নিখোঁজ এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা, স্মরণ এবং সমবেদনা জানাতে রাজধানীর টোকিওতে ১১ মার্চ সরকারি উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

বিশেষ এই স্মরণ সভায় জাপানের রাজ্যপরিবার সদস্য প্রিন্স আকিশিনো, প্রধানমন্ত্রী শিনজো আবে, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ স্থানীয় সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কূটনৈতিক ডিনের ব্যক্তিবর্গ, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি প্রিফেকচারের (মিয়াগি, ফুকুশিমা ও ইওয়াতে) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :