চাঁপাইনবাবগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ০৮:৪৮

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নামপরিচয় জানা না গেলেও তিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের ডেপুটি কোম্পানি কমান্ডার (এএসপি) আবু খায়ের জানান, প্রতিদিনের মত র‌্যাবের আভিযানিক দল মাদকবিরোধী অভিযান ও মাদক উদ্ধারে বের হয়। রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর-ত্রিমোহনী এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে যায়। র‌্যাবকে দেখামাত্র ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয় বলে জানান তিনি।

পরে ঘটনাস্থলে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :