চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারো ধস

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১৮:৪০

চাঁদপুর পুরানবাজারে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক ও বালুবোঝাই জিও ব্যাগ সরে গিয়ে ৬০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে।

রবিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শহর রক্ষা বাঁধের এ ভাঙন ঠেকাতে বালুবোঝাই জিও টেক্সটাইল ব্যাগ ও ব্লক ডাম্পিং কাজ অব্যাহত রাখা হয়েছে।

শুত্রবার রাত ১০টার দিকে হঠাৎ করে পুরান বাজারের হরিসভা রোডের মাস্টার বাড়ির পেছনে শহর রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার এলাকার জিও ব্যাগ ও ব্লক মেঘনা নদীয় বিলীন হয়ে যায়।

পুরানবাজারে হরিসভা মাস্টার বাড়ির পিছনে ভাঙন দেখা দেয়ার পরে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু রায়হান, পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালীসহ পাউবোর অন্যান্য কর্মকর্তারা।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু রায়হান জানান, শহর রক্ষা বাঁধের পুরানবাজারে ভাঙনের খবর পাওয়ার সাথে সাথে বালুবোঝাই জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং করা হয়েছে। ভাঙনের খবরে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে নিয়োজিত করা হয়েছে। ভাঙন এলাকায় প্রায় ৬০ মিটার এলাকার জিও ব্যাগ ও ব্লক মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :