‘মদ খেয়ে রেকর্ড’ কেজরিওয়ালের, দাবি বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৫:৩৫

একদিনে সর্বোচ্চ পরিমাণ মদ খেয়ে বিশ্বরেকর্ড করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এমটাই দাবি করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কেজরিওয়ালের মদ খাওয়ার একটি ছবি সম্বলিত পোস্টারও টানানো হয়েছে দিল্লিজুড়ে। ওই পোস্টারে দেখা যায়, মুখ্যমন্ত্রী একটি মদের বোতল নিজের মুখের কাছে ধরে রয়েছেন৷

দিল্লিতে বিজেপি-আকালি জোটের সাংসদ মনজিন্দর সিং সিরসা এই পোস্টার দিল্লির বিভিন্ন স্থানে টানিয়ে দিয়েছেন। পোস্টারে লেখা রয়েছে, ‘একদিনে ৮০ হাজার টাকার মদ খেয়ে কেজরিওয়াল বিশ্ব রেকর্ড করেছেন৷ গরীবরা না খেতে পেয়ে মারা যাচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী জনসাধারণের টাকার অপব্যবহার করছে।’

কেজরিওয়াল সম্পর্কে বিজেপির এমন অভিযোগের আসল ঘটনা হলো- গত মে মাসে কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসেবে কুমারস্বামীর শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন কেজরিওয়াল। এই শপথ অনুষ্ঠানে নেতাদের আমন্ত্রণে ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। যার মধ্যে কেজরিওয়ালকে আমন্ত্রণে যে অর্থ ব্যয় হয় তাতে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি৷

কুমারস্বামীর সাত মিনিটের শপথগ্রহণে কর্ণাটক সরকারের মোট ৪২ লাখ টাকা ব্যয় হয়৷ এরমধ্যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জন্য ৮ দশমিক ৭২ লাখ, দিল্লির মুখ্যমন্ত্রীর কেজরিওয়ালের জন্য ১ দশমিক ৮৫ লাখ টাকা ব্যয়ের বিষয়টি প্রকাশ্যে আসে৷

কুমারস্বামীর শপথগ্রহণের দিন ২৩ মে সকালে সিতারা হোটেল তাজ ওয়েস্ট এন্ডে সকাল প্রায় দশটার দিকে প্রবেশ করেন তিনি৷ ২৪ জুলাই ভোর পৌনে ছয়টার দিকে সেই হোটেল থেকে বেরিয়ে যান তিনি৷ প্রায় ২০ ঘন্টার মধ্যে তার হোটেল বিল হয় ১ লাখ ৮৫ হাজার টাকা৷ যার মধ্যে খাওয়া দাওয়ার বিল এসেছে প্রায় ৭৬ হাজার টাকা৷

ঢাকাটাইমস/১১আগস্ট/একে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ফের রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :