‘প্রশিক্ষণের দৌড়ে’ পুলিশ সদস্যের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৮, ১৭:২৮

রাজশাহীতে প্রশিক্ষণের সময় দৌড়াতে গিয়ে আরমান আলী (৪২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ অ্যাকাডেমিতে এ ঘটনা ঘটে।

আরমান আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তার বাবার নাম জাকির আলী।

আরমান আলী পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এক মাস আগে তিনি পুলিশ অ্যাকাডেমিতে তিন মাস মেয়াদী সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষণ শেষ করতে পারলে তিনি পুলিশের হাবিলদার পদে পদোন্নতি পেতেন।

অ্যাকাডেমির পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান জানান, শনিবার সকালে আরমান আলী প্যারেডে অংশ নেন। প্যারেড শেষে মাঠে এক রাউন্ড দৌড় দিতে হয়। আরমান দৌড়াচ্ছিলেন। তখন তিনি বুকে ব্যাথা অনুভব করে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে অ্যাকাডেমির হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরমান আলীকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে তারা মনে করছেন, আরমান আলী স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

ঢাকাটাইমস/১৮আগস্ট/আরআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :