সাংবাদিক সুবর্না হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৭
ফাইল ছবি

পাবনার সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪০)গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতের কোনো এক সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সুবর্না নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যাল (ইউনানী)’র ম্যানেজার। নিহতের পরিবারের দাবি অনুযায়ী সুবর্না নদীকে হত্যার সময় মিলন উপস্থিত ছিলেন।

রবিবার দুপুর ১২টায় র‌্যাব পাবনা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শামসুজ্জামান মিলনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। বলে জানান র‌্যাব কমাণ্ডার।

গত ২৮ আগস্ট রাতে শহর থেকে ভাড়া বাসায় ঢোকার মূহুর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সুবর্না নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় সুবর্নার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এখনও গ্রেপ্তার হয়নি সুবর্নার সাবেক স্বামী রাজিব হোসেন।

(ঢাকাটাইমস/০৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :