কব্জিতে ব্যথা পেয়ে মাঠের বাইরে তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩

এমনিতে প্রথম ওভারেই দুইটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তারপর হাতের কব্জিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে পুল করতে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে হয়নি। বল লাগে তার কব্জিতে। যার কারণে মাঠের বাইরে চলে যান তিনি। অবশ্য সুস্থ হলে পরে তিনি আবার নামতে পারবেন।

এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক ওভারে দুই উইকেট হারিয়ে এক রান।

ইনিংসের প্রথম ওভারেই দুইটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন লিটন দাস ও সাকিব আল হাসান। লাসিথ মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে স্লিপে কুসল মেন্ডিসের হাতে ধরা পড়েছেন লিটন দাস। পরের বলে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান। চার বল খেলে শূন্য রান করেছেন লিটন দাস। আর এক বল খেলে শূন্য রান করেছেন সাকিব আল হাসান।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পেসার রাখা হয়েছে। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিথুন ও লিটন দাস।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :