চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৮

আজ থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতামূলক আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। নতুন আসরের শুরুর দিনেই পিএসভির বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে গেল বারের রানার্সআপ লিভারপুল।

তাছাড়াও দিনের অন্য ম্যাচ গুলোতে মুখোমুখি হবে টটেনহ্যাম-ইন্টারমিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ-মোনাকো, রেড স্টার বেলগ্রেড- নাপোলি, বরুশিয়া ডর্টমুন্ড-ক্লাব ব্রাজ, শালকে-পোর্তো ও গ্যালাতাসারে-লোকোমোটিভ মস্কো।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে বার্সেলোনা-পিএসভি। নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ডাচ ক্লাব পিএসভিকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। গত তিন আসরে লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি বার্সা। শেষ ২০১৫ সালে জিতেছিল কাতালান ক্লাবটি। তবে নতুন অধিনায়ক লিওনেল মেসির অধীনে এবার লিগের চ্যাম্পেয়ন হওয়ার প্রতিজ্ঞায় বার্সেলোনা।

অপরদিকে লিভারপুলের ম্যাচকে সামনে রেখে গত ম্যাচে বিশ্রামে ছিলেন পিএসজি তারকা নেইমার। যার কারণে এই ম্যাচে অনেকটা সতেজই থাকবেন এই ব্রাজিল তারকা। তবে পিএসজিকে ছাড় দিতে রাজি নয় গেল বারের রানার্স আপ লিভারপুল। ইতিমধ্যে লিভারপুল তারকা সালাহ জানিয়ে দিয়েছেন, এবারের শিরোপা তার ক্লাবই জিতবে।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :