রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৯
ফাইল ছবি

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক বিক্রেতা বলে ধারণা করছে সংস্থাটি।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার পবা উপজেলার আফিনেপালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে ৭৮ বোতল ফেনসিডিল এবং ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম-ঠিকানা নিশ্চিত হতে র‌্যাব কাজ করছে।

মেজর আশরাফুল বলেন, আফিনেপালপাড়া গ্রামে রাতে র‌্যাবের একটি দল টহলে যায়। এ সময় রাস্তার পাশে একটি বাগানে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখতে পেয়ে দলটি সেদিকে এগিয়ে যায়। তখন ওই ব্যক্তিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট গোলাগুলির পর সবাই পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

র‌্যাবের ওই দলটি আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মেজর আশরাফুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :