মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৪
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। শনিবার সন্ধ্যায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সন্ধ্যায় তারা মারা যান।

মৃত দুইজন হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্বআঠারো পাইখার গ্রামের বাবু বর্মণ ও পাবনার চাটমোহর উপজেলার জালেশ্বর গ্রামের সাদ্দাম হোসেন। তারা উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসী জানান, সকালে ওই দুইজন উপজেলার গোড়াই বটটেকি এলাকার বাবুল মিয়ার নির্মাণাধীন তিন তলা ভবনের দুই তলায় কাজ করছিলেন। বিকালে তারা নিচে থেকে দুই তলার ছাদে রড উঠানোর সময় ওই ভবনের পাশ ঘেষা বিদ্যুতের তারে রডের ছোঁয়া লাগে। এসময় দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাদের কুমুদিনী হাসপাতালে আনা হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, বিষয়টি কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :