সিরিজ জয়ে চোখ জিম্বাবুয়ের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৪৭ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৪০

সিলেট টেস্টে জিতে ওয়ানডে সিরিজে হারের ক্ষত কিছুটা হলেও ভুলেছে জিম্বাবুয়ে। এবার সেই হারকে সিরিজ জয় দিয়ে উদযাপন করতে চায় অতিথিরা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে কাল আবারও বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। আর এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে শীর্ষে থাকতে চান দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি সিরিজ জিততে ভালবাসি এবং অবশ্যই সিরিজ জিততে চাই। আমরা জানি সিরিজ জিততে হলে আমাদের ম্যাচটিও জিততে হবে। তাই দল হিসেবে আমরা আবারও শীর্ষে থাকতে চাই।’

তবে মিরপুরের উইকেট নিয়ে ভাবছেন মাসাকাদজা নিজেও। মিরপুরের উইকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘মিরপুরের উইকেট সবসময়ই কিছুটা অদ্ভুত। আপনি জানেন না কখন কেমন আচরণ করবে। আমরা জানি এখানে সবসময়ই লড়ে যেতে হয়। দ্বিতীয় টেস্টের উইকেট দেখে শুকনো মনে হচ্ছে। অনেকটাই প্রথম ওয়ানডের উইকেটের মতো।’

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :