নিজের পিস্তলে গুলিবিদ্ধ এসআই স্কয়ার হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:২১

রাজধানীর গুলিস্থান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে নিজের পিস্তলের গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। উপস্থিত পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখান থেকে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন পুলিশ সদস্য মিলে গল্প করার সময় অসাবধানতায় ওবায়দুরের কাছে থাকা পিস্তলের গুলি বেরিয়ে যায়। এতে তিনি নিজেই গুলিবিদ্ধ হন। পিস্তলের গুলি তার ডান পা দিয়ে ঢুকে বাম পায়ের মাংসপেশি দিয়ে বেরিয়ে যায়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক ঢাকা টাইমসকে বলেন, ‘গুলিবিদ্ধ এসআইয়ের কাছে থাকা পিস্তল থেকেই এই মিসফায়ার হয়েছে। এটা একটা দুর্ঘটনা। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তবে আহত ওবায়দুরের সহকর্মী এসআই সোলায়মান গাজী বলেন, ‘আমরা এখন পর্যন্ত জানি না যে, তিনি কিভাবে আহত হয়েছেন। ঘটনার পর থেকে জ্ঞান ছিল না তার। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। এখন তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিভাবে ঘটনার সূত্রপাত তা আস্তে আস্তে জানা যাবে।’

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এসআইকে নিয়ে আসেন কয়েকজন পুলিশ সদস্য। তার দুই পায়ে গুলির চিহ্ন ছিল। এক্সরে করা হলে বিস্তারিত জানা যেত। তবে পা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাই দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএস/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :