সরকার নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:৪৬

অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, ‘সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর।’

শুক্রবার দুপুরে তাঁর কুষ্টিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘আমরা চাই উৎসব মুখর পরিবেশে সকল দল নির্বাচনে অংশ নিক। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপি যদি সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে চায় সরকার তা মেনে নিতে পারে না। এই সুযোগ দেয়া হবে না।’

যারা নাশকতা-সন্ত্রাসীর দায়ে অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশের আইনগত ব্যবস্থা নেয়ার যৌক্তিকতা তুলে ধরে আ.লীগের এ নেতা বলেন, নির্বাচনকালীন সময়ে পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তা প্রত্যাশিত।

এসময় কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :